১১ ফেব্রুয়ারি উন্মোচিত হবে গ্যালাক্সি এস১১

৪ জানুয়ারি, ২০২০ ২২:৩০  
স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ফোনের অপেক্ষায় আছেন? তাহলে ক্যালেন্ডারে ফেব্রুয়ারি ১১, মঙ্গলবার দিনটিকে মার্ক করে রাখুন। কারণ ঐদিন উন্মোচিত হবে স্যামসাং গ্যালাক্সি এস১১ (অথবা গ্যালাক্সি এস২০) স্মার্টফোন। অনলাইনে এই বড় অনুষ্ঠানের প্রোমো ফাঁস হয়েছে। খবর টেকরাডার। টুইটারে ম্যাক্সওয়াইনব্যাচের প্রোফাইলে প্রোমোটি প্রকাশ করা হয়েছে। সেখানে পরিস্কারভাবে ইভেন্টের তারিখের পাশাপাশি ব্র্যান্ডেড আনপ্যাকড সবই নিশ্চিত করেছে। আগের মতোই স্যামসাং পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। ফলে ওয়েবের মাধ্যমে সকলেই উন্মোচন অনুষ্ঠানটি দেখতে পাবেন। যদিও কোন ডিভাইস উন্মোচন হবে সেটি পরিস্কার করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে এটি হতে পারে গ্যালাক্সি এস১১ অথবা এস২০। ডিবিটেক/বিএমটি